বরগুনার মানসিক ভারসাম্যহীন তুহিনের পাশে 'বন্ধন' ৯৮ ব্যাচ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১ মে, ২০২২, ২ years আগে

বরগুনার মানসিক ভারসাম্যহীন তুহিনের পাশে 'বন্ধন' ৯৮ ব্যাচ

বরগুনার এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুরা মিলে বন্ধন ৯৮ 'গ্রুপের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন তুহিনের অস্বচ্ছল পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালেন।

হাত,পা শেকলে বাধা! হাসিমুখের ছেলেটির নাম তুহিন!!একসময় প্রাণের শহর বরগুনার কম্পিউটারের দোকানে ভালো বেতনে কাজ করতেন। আজ প্রায় ৫ বছর যাবত মানসিক ভারসাম্য হারিয়ে বৃদ্ধ মা,বাবাকে নিয়ে সোনাখালী গ্রামে নিজের বাড়িতে মানবেতর জীবন জাপন করছেন।

অসহায় বাবা,মায়ের উপার্জনক্ষম একমাত্র ছেলে আজ সারাদিন শেকল বন্দী থাকে আর বাবা,মা সারাদিন ঘুরে বেড়ায় একমাত্র ছেলের চিকিৎসা সহায়তার অর্থ সংগ্রহের কাজ, থাকার ঘরটিকে পাখির বাসা বললেও ভুল হবে না!!এই বর্ষায় ঘরটি কোন অবস্থায় টিকবে বলেও মনে হয় না!!

বরগুনার এসএস সি বন্ধন ৯৮ গ্রুপের আরিফ খান বলেন,আমরা আমাদের সাধ্যমত সহযোগিতা করছি এবং সকল ফেসবুক বন্ধু এবং সমাজের বিওবানদের ছেলেটির চিকিৎসা এবং পরিবারের পাশে দাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা সবাই এই পবিত্র ঈদের আনন্দ ভাগ করে নেই...এই অসহায় পরিবারটির সাথে।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ

  • (১) শাহআলি...০১৭৫৯৮৮৮৮৮০
  • (২) আরিফ খান...০১৭৩৩৬৯৯৫৫৪

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news