নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন। তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা গত জানুয়ারিতে মা হয়েছেন। এরপর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। মেয়ে ইলহামকে নিয়ে ছিল তার ব্যস্ততা। এই ব্যস্ততা কাটিয়ে তিনি কাজে ফিরেছেন। রবিবার ‘বিশ্ব মা দিবসে’ মেয়েকে সঙ্গে নিয়েই বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব’ সিনেমার ডাবিং করেছেন। নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান তিনি। তিশা বলেন, ইলহামকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছি। বঙ্গবন্ধু সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছি।
তিশা 'অস্তিত্ব' চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ১০টি মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা