শাহানূরের 'বসন্ত বিকেল’ সিনেমা মুক্তি পাবে ২০ মে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১২ মে, ২০২২, ২ years আগে

শাহানূরের 'বসন্ত বিকেল’ সিনেমা মুক্তি পাবে ২০ মে

শাহনূর হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল যিনি চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। ১৯৯৯ সালে ফাঁসির আদেশ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা যাত্রা শুরু করেন শাহনূর।কিন্ত, চলচ্চিত্রটি মুক্তি পায় নি।

দীর্ঘদিন পর শাহনূরের নতুন একটিসিনেমা মুক্তি পাবে শীঘ্রই। ছবির নাম ‘বসন্ত বিকেল’। সিনেমাটি পরিচালনা করেছেন রফিক শিকদার। সিনেমাটি চলতি মাসেই মুক্তি পাবে। এতে শাহনূর অভিনয় করেছেন ওমর সানীর বিপরীতে।

শাহনূর বলেন,অনেকদিন পর আমার অভিনীত নতুন কোনো সিনেমা আগামি ২০ শে মে মুক্তি পেতে যাচ্ছে। ঈদের পর নিজের অভিনীত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বলে অন্যরকম আনন্দ কাজ করছে। সিনেমাটির গল্প এক কথায় অসাধারণ। আমার চরিত্রটি আমি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাই সিনেমাটি নিয়ে খুব আশাবাদী।

এদিকে এরইমধ্যে শাহনূর তার অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে নতুন একটি সিনেমার ডাবিং শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা ‘কাকতাড়ুয়া’। এরইমধ্যে তিনি আরও শেষ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত অনুদানের সিনেমা।

শাহানূর ২০০৩ সালে তিনি সাহসী মানুষ চাই ও কারাগার চলচ্চিত্রে অভিনয় করেন। সাহসী মানুষ চাই দুইটি বিভাগে ও কারাগার একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।২০০৫ সালে তিনি হাজার বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ইন্দুবালা।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news