প্লাস্টিক সার্জারি করাতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৭ মে, ২০২২, ২ years আগে

প্লাস্টিক সার্জারি করাতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেত্রী

বিনোদন জগৎ-এ এখন শোকের ছায়া। টলি অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যু রহস্যের জট কাটতে না কাটতেই ফের আরেক অভিনেত্রীর মৃত্যু সংবাদে বিষাদগ্রস্ত নেটপাড়া। প্রয়াত ‘গীতা’, ‘দোরেসানি’, ধারাবাহিক খ্যাত অভিনেত্রী চেতনা রাজ। বয়স মাত্র ২১। সোমবার বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। জানা যায় মেদ ঝরানোর জন্য প্লাস্টিক সার্জারি করতে গিয়েই মৃত্যু হয় এই কন্নড় নায়িকার।

ভারতের বেঙ্গালুরুতে সোমবার (১৬ মে) একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। জানা গেছে, প্লাস্টিক সার্জারি করতে গিয়ে অভিনেত্রী মারা গেলেন। তবে অভিনেত্রীর পরিবারের দাবি চিকিৎসকের গাফিলতির জন্য প্রাণ গেছে চেতনার। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছে তার পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, পরিবারকে না জানিয়ে সোমবার সকালে চর্বি কমানোর অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরুর শেঠি কসমেটিক হাসপাতালে ভর্তি হন চেতনা। এরপর অস্ত্রোপচারের সময় তার ফুসফুসে পানি জমে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বিকেল চারটা পর্যন্ত চিকিৎসকরা সব চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।

মৃত্যুর খবর পেয়ে চেতনার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যায়। সেখানে মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন চেতনার মা। চেতনার বাবার অভিযোগ, প্রয়োজনীয় সামগ্রী এবং পরিবারের সম্মতি না নিয়েই চিকিৎসক চর্বি অপসারণের এই অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকের ভুলের জন্যই তাদের সন্তানের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় একটি থানায় অভিযোগ দায়ের করেছেন চেতনার বাবা-মা।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news