মাহিয়া মাহী ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ২০১৩ সালে মাহীর পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে, এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
গতকাল মাহি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, অসুস্থ মাহির পাশে নামাজ পড়ছেন রাকিব। অন্য একটি ছবিতে শয্যাশায়ী মাহিকে ফুল দিচ্ছেন। অসুস্থতার কারণ জানা না গেলে গুঞ্জন চাউর হয়েছে, মা হতে যাচ্ছেন মাহি।
এদিকে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এই গুঞ্জন বলেছেন মাহি নিজেই। এ অভিনেত্রী লিখেন এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো। এর আগে ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লিখেন, এবং এখানে আমার নতুন বছরের ছবি আলহামদুলিল্লাহ, রাকিব সরকার। এরপর থেকেই গুঞ্জন আরো জোরালো হয়েছে মা হতে চলেছেন মাহি। নতুন বছরে নতুন অতিথি আসতে চলেছে মাহি-রাকিবের সংসারে। তবে মাহিয়া মাহি জানিয়েছেন এ তথ্য সঠিক নয়।