কাশ্মীরে শুটিং করতে দূর্ঘটনায় আহত হয়েছে সামান্থা-বিজয়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৪ মে, ২০২২, ২ years আগে

কাশ্মীরে শুটিং করতে দূর্ঘটনায় আহত হয়েছে সামান্থা-বিজয়

কাশ্মীরে ছবির শুটিং করার সময় গুরুতর আহত হলেন দক্ষিণী ছবির নায়িকা সামান্থা রাউত প্রভু এবং বিজয় দেভেরাকোন্ডা। কাশ্মীরের পলহেলগাঁওতে দুই দক্ষিণী অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। দৃশ্যটি অত্যন্ত কঠিন ছিল।

জানা যায়, একটি নদীর উপরে বাঁধা দড়ির সেতুর উপর দিয়ে ওদের গাড়ি চালানোর কথা ছিল। সেই সময়েই গভীর নদীতে ওই গাড়িটা পড়ে যায়। পিঠে গুরুতর চোট পেয়েছেন উভয়েই। সঙ্গে সঙ্গে নিটকবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা হয়। কড়া নিরাপত্তার মধ্যে শ্যুটিং করছিল। কিন্তু তার মধ্যেই দুর্ঘটনা ঘটে।

প্রসঙ্গত, এই ছবিটি এবছর ২৩ ডিসেম্বর মুক্তি পাবে। ছবিটি তেলুগু, তামিল, কান্নাড়, ও মালায়লাম এই চার ভাষায় মুক্তি পাবে। এই নিয়ে দ্বিতীয় বার এই ছবিতে জুটি বাঁধছেন সামান্থা ও বিজয়। এর আগে ২০১৮ এর মহানতি ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news