প্রভার প্রেমে পড়েছেন সংগীতশিল্পী ইমারান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৫ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

প্রভার প্রেমে পড়েছেন সংগীতশিল্পী ইমারান

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। সম্প্রতি চিত্রনায়িকা পূর্ণিমার এক অনুষ্ঠানে গায়ক ইমারানকে পূর্ণিমা প্রশ্ন করেন তোমার কোন গসিপ কিংবা স্ক্যান্ডাল নেই। এর উত্তরে ইমরান বলেন সবাই আমাকে ভালোবাসে বলেই এইটা সম্ভব হয়েছে। অনুষ্ঠান প্রচারের পরেই শোবিজ অঙ্গনে কথা উঠে, গসিপ বা স্ক্যান্ডালের কি আছে, ইমরান তো প্রভার সঙ্গে প্রেম করছেন।

শুধু এই কথাকে শুধু গুঞ্জন বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ তাদের দুইজনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি।গত বছরের ডিসেম্বর মাসে পোস্ট করা প্রভা ও ইমরানের একাধিক স্থিরচিত্রে দুজনের পাল্টাপাল্টি মন্তব্য দুজনের সম্পর্কেরই ইঙ্গিত দিয়েছে। ইমরানের তোলা প্রভার একটি স্থিরচিত্রে লুকিং মাশা আল্লাহ।

মাই বিউটিফুল অ্যাঞ্জেল এমনটাই লিখেছেন ইমরান। এরপর প্রভা লিখেছেন, থ্যাংক ইউ বাচ্চা। ইমরানের পোস্ট করা অন্য একটি স্থিরচিত্রের ক্যাপশন ছিল, আই সি মাই সেলফ ইন ইয়োর আইস। প্রভা লিখেছেন, সত্যি? উত্তরে ইমরান লিখেন সত্যিই।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news