আসছে হিরো আলমের নতুন গান "তোরা এত লাফাস কেন"

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৬ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

আসছে হিরো আলমের নতুন গান "তোরা এত লাফাস কেন"
আশরাফুল হোসেন আলম (হিরো আলম)

অনলাইনে মানুষকে বিনোদন দেওয়ার জন্য সর্বোপরি কাজ করে যাচ্ছেন আশরাফুল হোসেন আলম (হিরো আলম) যিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন মানুষকে বিনোদন দেওয়ার জন্য, মানুষের মাঝে নতুন কিছু নিয়ে আসার জন্য। এমনকি প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা কার্যকলাপ ডিজার্ভ করে। হিরো আলমের করা প্রত্যেকটা অভিনয় এবং প্রত্যেকটা গান মানুষের মাঝে অনেক বেশি ছড়িয়ে পড়ে প্রত্যেকটা মানুষ তার গানগুলোকে প্রচন্ড ভালোবাসে এবং ভালোবাসার ফলে তারা হিরো আলমের গান গুলো হাজার হাজার মানুষের মাঝে শেয়ার করে পৌঁছে দেয়।

অধিকাংশ মানুষ হিরো আলমকে ভাইরাল ম্যান বলে আখ্যায়িত করে থাকে। ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে কোন গান কিংবা কোন কিছু ভাইরাল হলে তার মধ্যে হিরো আলম থাকবেই এমনটা বলে থাকে তার দর্শক।

দর্শকদের মন কেড়ে নিতে হিরো আলমের নতুন গান আসছে যার নামকরণ করা হয়েছে "তোরা এত লাফাস কেন" গানটি করার কারণ হিসেবে হিরো আলম বলেছেন "আমরা অনেক সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখে থাকি যে, কিছু সংখ্যক মানুষ রয়েছেন যারা হুদাই লাফালাফি করে থাকেন। অর্থাৎ হালকা জিকির করার মাঝে একজন আরেকজনের উপরে পড়ে যায়। মূলত এই বিষয়টিকে মেনশন করে আমার গানের মধ্যে বলা হয়েছে 'তোরা এত লাফাস ক্যা, তোরা এত লাফাস ক্যা' যদি এত লাফিয়ে খোদাকে পাওয়া যেত তাহলে সবার আগে খোদাকে পেতে ব্যাঙ। এটাই আমরা আমাদের গানের মধ্যে উল্লেখ করেছি। গানটি কেউ নেগেটিভ ভাবে নিবেন না।"

হিরো আলম বলেন, আমরা এজন্যই আপনাদেরকে বলেছি গানটি একটু ব্যতিক্রম। অনেকেরই প্রশ্ন হতে পারে হিরো আলম ভাই এই গানটি কেন করলেন, আমরা দেখেছি কিছু জায়গায় মানুষ ওয়াজ মাহফিলের মধ্যে অনেক লাফালাফি করে এ ধরনের চিত্র গুলো আমরা এই গানের মধ্যে তুলে ধরব, এগুলোই আমরা আপনাদেরকে দেখাব যে তারা হুদাই লাফালাফি কেন করছে।

গানটি করা হয়েছে মোমো মিউজিক সেন্টার থেকে। আজকে এই গানটি রিলিজ হবে এবং আপনারা শিগগিরই দেখতে পাবেন। ইতিমধ্যে গানটি কমপ্লিট হয়েছে।

সেইসাথে হিরো আলম বলেন অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের আনকমন কিছু উপহার দিব আমরা। বিশেষ করে ২০২২ সালে হিরো আলমের বড় চমক থাকবে। ২০২১ সালে আমি হিরো আলম আপনাদেরকে ধামাকা কিছু গান উপহার দিয়েছিলাম সে রকমই ২০২২ চলে আপনাদের জন্য ধামাকা কিছু গান আমরা তৈরি করে রেখেছি।

ভাইরাল জগতের নতুন চমক দেয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নামে পরিচিত এই ব্যক্তি। ফেসবুকসহ বিভিন্ন মার্কেটপ্লেসে বিনোদন জমিয়ে রাখেন হিরো আলম নামক এই ব্যক্তি। ২০২১ সালে তার দর্শকদের মাঝে উগান্ডা সহ বিভিন্ন দেশের গানের মাঝে অভিনয় করেছেন এমনকি বিভিন্ন দেশের ভাষার সাথে গান প্রদান করেছেন তিনি।

হিরো আলম বলেন, মূলত যারা লাফালাফি করেন তাদের জন্য এই গানটি। আপনি আল্লাহকে ডাকলে আপনি একা ভাবে ডাকুন, মানুষের মাঝে লাফালাফি করে ডাকলে কিন্তু আল্লাহকে পাওয়া যায় না। ওয়াজ মাহফিলের মধ্যে জিকির এর মাধ্যমে লাফালাফি করা ঠেলাঠেলি করা এভাবে করলে আল্লাহকে পাওয়া যায় না। আপনি আল্লাহকে নীরবে ডাকুন তাহলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন।

গানটির পরিচালক বলেন, হিরো আলম ভাই অসাধারণ গানটি গিয়েছেন এবং আল্লাহকে পাওয়ার জন্য খুব দারুণ একটা থিম হিরো আলম ভাই গিয়েছেন। গানটি হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাত ১১ টার আগেই প্রকাশিত হবে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news