আজ বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর জন্মদিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৮ জুন, ২০২২, ২ years আগে

আজ বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর জন্মদিন

ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল শিল্পা শেঠীর জন্মদিন দিন আজ। আজ (৮ জুন) ৪৪ বছরে পা দিয়েছেন বলিউডের এই তারকা। শাহরুখ খানের বিপরীতে ১৯৯৩ সালে ‘বাজিগর’ চলচ্চিত্রে অভিনয়, এরপর আর পিছু হটতে হয়নি শিল্পাকে। খুব সহজেই বলিউডে নিজের জায়গা পোক্ত করে নেন।

১৯৭৫ সালের এই দিনে শিল্পা শেঠী জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দরকে। এই পর্যন্ত তিনি প্রায় ৪০টি বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালের আগ ছবিতে।

এছাড়াও তিনি ধড়কন (২০০০) এবং রিস্তে (২০০২) চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুন্য প্রদর্শন করেন। ২০০৪ সালের ফির মিলিঙ্গে চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি অনেক পুরস্কার লাভ করেন। তার ছোট বোন শমিতা শেঠীও একজন বলিউড চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে কাজ করছেন।

শিল্পাকে সর্বশেষ দেখা গেছে ২০০৭ সালে, ‘আপনে’ ছবিতে। এরপর বিভিন্ন সিনেমার গানে তাকে দেখা গেলেও চলচ্চিত্রে নায়িকা হিসেবে দেখা যায় নি। আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল শুভ জন্মদিন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news