পরিবারের সাথে হজ করতে গেছেন সালওয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১০ জুন, ২০২২, ২ years আগে

পরিবারের সাথে হজ করতে গেছেন সালওয়া

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর ২০১৮ সালে প্রথম রানার আপ নিশাত নাওয়ার সালওয়া। পবিত্র হজ পালনের জন্য (৮ জুন) পরিবারের সঙ্গে সৌদি আরবের উদ্দেশে হজ করার জন্য গেছেন নিশাত নাওয়ার সালওয়া। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সালওয়া বলেন, আমার মা-বাবা এবার হজে যাচ্ছে। সঙ্গে আমিও যাচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন, যেন ভালোভাবে হজ সম্পন্ন করে ফিরে আসতে পারি। এসময় হজ থেকে ফিরে অভিনয়ে নিয়মিত থাকবেন কি না? এমন প্রশ্নের জবাবে সালওয়া বলেন, ‘অভিনয় কেন ছাড়ব? হজে যাচ্ছি। হজ পালন করে দেশে ফিরব। এরপর যেটা আমার পেশা সেটা তো আমাকে করতেই হবে।

প্রসঙ্গত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নিশাত নাওয়ার সালওয়া। ইতোমধ্যে অনেক নাটকে কাজ করেছেন। পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন এই অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় থাকা তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘এই তুমি সেই তুমি’, ‘বীরত্ব’ ও ‘বুবুজান’।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news