বর্তমান সময়ের তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শারমিন সুলতানা উপমার কন্ঠে আসছে কামরুল হাসান সোহাগের লেখা নতুন গান 'চোখের আড়াল হলে’। গানটির সুর করেছেন সুরকার শামীম মাহমুদ। শামীম মাহমুদ বলেন, এ সময়ের শ্রোতার ভালোলাগার কথা ভেবেই গানটি তৈরি করা হয়েছে। কথা ও সুরের পাশাপাশি ভিডিওতে ভিন্নতার ছাপ রাখার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে এ আয়োজন অনেকের ভালো লাগবে বলে আশা করছি
গানটির ব্যপারে শিল্পী শারমিন সুলতানা উপমার বলেন, খুব সুন্দর একটি গান লিখেছেন কামরুল হাসান সোহাগ ভাই। অসাধারণ সুর করেছেন শামীম মাহমুদ। গানটিতে যখন কণ্ঠ দিয়েছি, তখনই অনেক ভালো লেগেছে। এ গানটি দর্শক শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।
কামরুল হাসান সোহাগ বলেন, আশাকরি যারা রুচিসম্মত বাংলা গান ভালোবাসে, পছন্দ করে সেই সব শ্রোতাদের কাছে গানটি অনেক ভালো লাগবে।