বিজ্ঞাপনে প্রথমবার জুটি রোশান-দীঘি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৫ জুন, ২০২২, ২ years আগে

বিজ্ঞাপনে প্রথমবার জুটি রোশান-দীঘি

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় তারকা রোশান ও দীঘি। প্রথমবারের মতো তারা একসঙ্গে জুটি হয়ে কাজ করছেন। তবে কোনো সিনেমায় নয়, তাদের দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। প্রাণ চিয়ার আপের বিজ্ঞাপনটি নির্মাণ করছেন পরিচালক মাসুদ জাকারিয়া সাবিন। বিজ্ঞাপনটির গল্পে উঠে আসবে মেট্রোরেলের গল্প। দুই প্লাটফর্মে দুই তরুণ-তরুণীকে নিয়ে এর চিত্রনাট্য তৈরি হয়েছে।

পরিচালক বিজ্ঞাপনটির বিস্তারিত জানিয়ে বলেন, ‘আমরা এই বিজ্ঞাপনটির জন্য ফ্রেশ একটা জুটি খুঁজছিলাম। সেভাবে বিজ্ঞাপনে কাজ করেনি কিন্তু তরুণদের মধ্যে জনপ্রিয়। সেই চিন্তা থেকে দীঘি ও রোশানকে নেওয়া হয়েছে

বিজ্ঞাপনচিত্রে কাজ করা প্রসঙ্গে দীঘি বলেন, নায়িকা হওয়ার পর প্রথম বিজ্ঞাপনচিত্র করলাম। এ নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। কারণ, বিজ্ঞাপনের মাধ্যমেই আমাকে সবাই চিনেছেন। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। কাজটিও একটু ভিন্ন। আশা করছি দর্শক আবারও আমাকে নতুন আঙ্গিকে দেখতে পাবেন।

রোশান বলেন, খুব চমৎকার একটি টিমের সঙ্গে কাজ করছি। সাবিন ভাই দারুণ একজন মেকার। খুব ভালো লাগছে তার নির্দেশনায় কাজ করে। আর এ বিজ্ঞাপন দিয়ে দিঘীর সঙ্গেও কাজ করা হলো। সবকিছু মিলিয়ে বিজ্ঞাপনটি ভালো সাড়া পাবে বলে আশা করছি।

জানা গেছে, বিজ্ঞাপনটি শিগগিরই টিভিতে প্রচার হবে। পাশাপাশি ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে বিজ্ঞাপনটির বিলবোর্ডও বসানো হবে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news