বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় ইভেন্ট ও মিডিয়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ এড মিডিয়া এন্ড ইভেন্টেস এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল " ফ্যাশন ফর লাইফ এর ব্রাইডাল ফটোশুট। ঢাকা বনানীর দ্যা রায়ান নামক একটি রেস্তোরাঁতে ফটোশুটটি করা হয়।
সারা বাংলাদেশের ফ্যাশন প্রেমীরা এই অনুষ্ঠান সম্পর্কে অবগত আছেন। এই অনুষ্ঠানটি এশিয়ান টেলিভিশন একটি জনপ্রিয় অনুষ্ঠান। এইবার ফটোশুটে অংশ নিয়েছেন জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা নাজমি জান্নাত,আনিকা,আনিতা,ফাইজিয়া ও নিসাত।
ফ্যাশনহাউস - সানাসা, জুয়েলারি - মমতাজ, মেকওভার - তাসিন মেকওভার স্টুডিও মেকওভার-তাসিন মিতুল,ফটোগ্রাফি - রাব্বি,স্টাইলিং - কোরিওগ্রাফার শিহাব, ডিরেকশন - প্রিতম মজুমদার, প্রডিউসার - ফ্রেন্ডস ভিউ এর চেয়ারম্যান রবি চৌধুরী। প্রযোজনায় - ফ্রেন্ডস ভিউ,এজেন্সি - ফ্রেন্ডস ভিউ মডেল এজেন্সি।
ফ্রেন্ডস ভিউ এর কর্ণধার জনাব রবি চৌধুরী আরো বলেন, সুস্থ ফ্যাশন মিডিয়া গড়ে তুলতে কাজ করে যাচ্ছে "ফ্রেন্ডস ভিউ" তারই ধারাবাহিকতায় "ফ্যাশন ফর লাইফ" অনুষ্ঠানটি সবার নজরে আসবে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ