প্রযোজক পরিবেশক সমিতির ২০২২-২৪ মেয়াদি নির্বাচনের সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচনী বোর্ড। এই তফসিলে আগামী ২০ আগস্ট নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা করেছে। নতুন তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতা খোরশেদ আলম খসরু।
তিনি বলেন, মহামন্য হাইকোর্টের আদেশে মেনে ভোটার তালিকা সংশোধন করে আগামী ২০ আগস্ট এফডিসিতে এ নির্বাচন হবে। আশা করছি আর কোনো রকমের বাঁধা আসবে না। আমরা সবাই মিলেমিশে নতুন একটা কমিটি নিয়ে আসবো। যা এই মুর্হুতে খুব দরকার বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য।’
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।ভোট গ্রহণের স্থান এফডিসির জহির রায়হান মিলনায়তন। এবারের নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ। সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের আরো দুই উপসচিব মোহাম্মদ ইলিয়াস মিয়া ও মো. আমিনুল ইসলাম।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল ২১ মে। কিন্তু নির্বাচনটি স্থগিত হয়েছে কিছু জটিলতায়।
পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ