বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড (বাইফা) ২০২২-এর ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে প্রার্থনা ফারদিন দীঘি। ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্ম দিয়ে অভিষেক হয় ওটিটি প্ল্যাটফর্মে। আর এই ওয়েব ফিল্মে অসাধারণ অভিনয় করে দর্শক মন জয় করেছে দীঘি। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছন দীঘি।
(২৮ জুন) মঙ্গলনবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাইফা অ্যাওয়ার্ড ২০২২ আয়োজিত এ অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার ও এমপি মমতাজের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন দীঘি।
দীঘি বলেন, আমি ওটিটি প্ল্যাটফর্মের ফ্যান। কম বেশি সব দেশের ওটিটির কাজ আমি দেখি। আমার কাছে যখন ওটিটির কাজের প্রস্তাব আসে এবং কাজ করি। আমি অনেক এক্সাইটেড ছিলাম কাজ করা নিয়ে। আমার কাজটা ভালো লেগেছে সবার এবং ডেব্যু হওয়ার পরেই আমার কাজের জন্য স্বীকৃতি পেয়েছি। আমি এটা নিয়ে অনেক খুশি। এই পুরস্কার শুধু আমার না। এটা আমার পরিবারের এবং আমার ‘শেষ চিঠি’ টিমের সবার।
পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ