বর্তমান সময়ের তরুণ প্রজন্মের মডেল আঁখি আফরোজ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আঁখি সারা বছর ব্যস্ত থাকেন বিভিন্ন ব্র্যাণ্ডের ফটোশুট নিয়ে। কাজের স্বীকৃতি স্বরূপ প্রায়ই বিভিন্ন প্রতিষ্ঠান তাকে সম্মাননা জানায়। সে ধারাবাহিকতায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড ২০২২ এ ‘সেরা মডেল’ হিসেবে সম্মাননা পেলেন।
(২৮ জুন) মঙ্গলনবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাইফা অ্যাওয়ার্ড ২০২২ আয়োজিত এ অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার ও এমপি মমতাজের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন আঁখি।
আঁখি বলেন, প্রথমবার আয়োজিত বাইফা অ্যাওয়ার্ডে বেস্ট মডেল হিসেবে সম্মাননা পেয়েছি। খুব ভালো লাগছে। সম্মান চেয়ে পাওয়া যায় না। অর্জন করে নিতে হয়। এত বছর কাজ করে এমন জায়গায় পৌঁছেছি, যেখানে ভালোবেসেই কাজের স্বীকৃতি জানাচ্ছে মানুষজন। যোগ্যতার মূল্যায়ন পেতে কার না ভালো লাগে। আশা করি এ ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে।
পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ