রবিবার ( ৩ জুন) মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হয় ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়ার চূড়ান্ত পর্ব ৷ সেই মঞ্চেই বিজয়িনী ঘোষণা করা হয় ২১ বছর বয়সি সিনিকে। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত এবং দ্বিতীয় রানার আপ উত্তর প্রদেশের শিনাতা চহ্বন।
৩১ জন ফাইনালিস্টদের হারিয়ে 'ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২'র মুকুট উঠল কর্নাটকের সিনি শেট্টির মাথায়।২০২১ সালে 'ফেমিনা মিস ইন্ডিয়া' তেলেঙ্গানার মানসা বারাণসী 'মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড'-এর মুকুট পরিয়ে দেন সিনিকে। চাঁদের হাটের মাঝেই দুর্দান্ত পারফরম্যান্সে মঞ্চ মাতিয়ে তোলেন অভিনেত্রী কৃতী শ্যানন।
অনুষ্ঠানে বিচারকদের আসনে ছিলেন অভিনেত্রী, মডেল মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, দিনো মোরিয়া, রাহুল খান্না, রোহিত গাঁধী এবং শমাক ডাবর। এছাড়াও ছিলেন প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ।
চলতি বছরে 'ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স' খেতাব জেতার ২০ বছর পূর্ণ হল নেহা ধুপিয়ার। অনুষ্ঠানের মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনিও। অতীতের সেরা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ