২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি প্রথবারের মতো মা হতে যাচ্ছেন। সোমবার ১০ জানুয়ারী দুপুরে গণমাধ্যমকে নিজেই এ খবর জানিয়েছেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।
পরীমণি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’ এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। সোমবার দুপুরে পরীর সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন, অভিনন্দন রাজ। এরপর সেই পোস্টে পরীকে ধন্যবাদও জানান তিনি।
রাজ বলেন, দেড় বছর পরী কোন কাজ করবে না কারণ সে আমার সন্তানের মা হচ্ছে।