মা হতে যাচ্ছেন ঢালিউডর আলোচিত অভিনেত্রী পরীমনি।
আজ সোমবার বিকালে পত্রিকা একাত্তরকে পরীমনি বলেন, 'মা হতে যাচ্ছি শিগগির। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমি হাওয়ায় ভাসছি।'
বিয়ের খবর না পেয়ে আগে সন্তানের খবর কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'শরিফুল রাজের সঙ্গে আমার বিয়ে হয়েছে গত বছরের ১৭ অক্টোবর।'