বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকার টিএম রেকর্ডসের ব্যানারে আসছে ‘পালাবি কোথায়’ গানের মডেল হয়েছেন বলিউড নায়িকা নার্গিস ফাখরি। পুরো গানটির চিত্রায়াণ হয়েছে মুম্বাইয়ে। মঙ্গলবার গানটির টিজার প্রকাশিত হয়েছে।
আনিকা বলেন,নতুন গান নিয়ে আনিকা দারুণ উচ্ছ্বসিত।এ গানটি আমার সঙ্গীত ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রোডাকশন। আজ স্বপ্নটাকে নিজের চোখের সামনে সত্য হতে দেখছি। তাপস ভাই এবং মুন্নী ভাবির কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা আমার ভেতর থেকে সত্যিকার আমাকে খুঁজে বের করে এনেছেন। আমার গানটা সবার কাছে ভালো লাগবে এমন প্রত্যাশা করছি।
গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। টিএম রেকর্ডস থেকে গানটি প্রকাশ হবে। এরই মধ্যে প্রকাশ হয়েছে গানটির টিজার। প্রকাশের পর শ্রোতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে টিজারটি।
পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ