কর ফাঁকি দেওয়ার অভিযোগে আট বছরের জেল হতে পারে কলম্বিয়ান পপ তারকা শাকিরার। স্পেনের কর কর্তৃপক্ষ এরইমধ্যে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। প্রসিকিউটররা গতকাল শুক্রবার বলেছেন, শাকিরা ওরফে শাকিরা ইসাবেল মেবারাক রিপোল ২০১২-১৪ মেয়াদে স্প্যানিশ সরকারকে ১৪.৫ মিলিয়ন ইউরো কর দেননি।
অভিযোগকারী আইনজীবীর দাবি অনুযায়ী, স্পেনের বার্সেলোনার বাসিন্দা হয়েও শাকিরা নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে এই বিপুল কর ফাঁকি দিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে এই মামলা নিষ্পপ্তির জন্য বলা হলেও শাকিরা তা প্রত্যাখ্যান করেছেন। তবে নতুন করে এই মামলা নিষ্পত্তির তারিখ ঘোষণা করেননি আদালত।
শাকিরার পক্ষে তার প্রতিনিধি বলেছেন, নিজে যে দোষী নন, এই ব্যাপারে শাকিরা পূর্ণ আত্মবিশ্বাসী। এছাড়া এই মামলায় তার (শাকিরার) অধিকারকে ক্ষুণ্ন কর হয়েছে। শাকিরার আইনজীবীর দাবি, ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহামসের করদাতাদের তালিকায় ছিল শাকিরার নাম।
পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ