তারারমেলায় ‘ওহসোগো.কম’এর আনুষ্ঠানিক উদ্বোধনী যাত্রা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৬ আগস্ট, ২০২২, ২ years আগে

তারারমেলায় ‘ওহসোগো.কম’এর আনুষ্ঠানিক উদ্বোধনী যাত্রা

সংগীতশিল্পী তাহসান, হালের আলোচিত হাওয়া চলচ্চিত্র সুপারহিট গান সাদাকালো গানের গায়ক আরফান মৃধা শিবলু, মডেল অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, নায়ক নীরব, ক্রিকেটার মাশরাফি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বিস্তার করা জনপ্রিয় বিউটি ব্লগার আশফি অনাদি, লিন্ডা, বারিসা হক, ইশায়া নওশিন সুরভী, বুসরা কবিরসহ মিডিয়া সংশ্লিষ্টদের উপস্থথিতিতে এক তারারমেলায় পরিণত হয় ‘ওহসোগো. কম’এর আনুষ্ঠানিক উদ্বোধনী যাত্রা।

শতভাগ অথেন্টিক এবং দ্রুত পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা আর প্রতিশ্রুতি নিয়ে, এপ্রিল মাসে পরীক্ষামূলকভাবে ইন্টারন্যাশনাল বিউটি এন্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ডস এর ই-কমার্স সাইট ‘ohsogo.com’ কার্যক্রম শুরু করে। এরপর থেকেই নিত্য নতুন প্রোডাক্ট সময়মত কাষ্টমারের কাছে পৌঁছে দিয়ে ইতোমধ্যেই আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

অথেন্টিসিটি, ক্যাশ অন ডেলিভেরি, ঢাকায় বিনা চার্জে মাত্র একদিনেই কাষ্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেয়ার সক্ষমতা ই-কমার্স’এর এই সাইটকে অনন্য করে তুলেছে ইতোমধ্যেই। সম্প্রতি রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘ওহসোগো.কম’-এর আনুষ্ঠানিক যাত্রায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় প্রতিষ্ঠানের সহযোগি প্রতিষ্ঠান ভেনচুরি পার্টনারস’এর ব্যবস্থাপনা পরিচালক রিশিকা চান্দা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্বিতে বিউটি প্রোডাক্টস সেক্টরে যে পরিমাণ চাহিদা তৈরী হয়েছে তার সাথে বাংলাদেশ সরকারের বিনিয়োগ বান্ধব পরিবেশ এই ই-কমার্স প্রতিষ্ঠানের বিনিয়োগকে উদ্বুদ্ধ করেছে।

প্রতিষ্ঠানের সিইও জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে বিউটি ও পারসোনাল প্রোডাক্টের ব্যাপক বাজার তৈরী হলেও অনেক বেশি দাম দিয়েও অথেন্টিক ইন্টারন্যাশনাল প্রোডাক্ট পায়না ভোক্তারা। ওহসোগো.কম এমন একটি মার্কেটপ্লেস যেখানে সঠিক দামে শতভাগ আসল প্রোডাক্ট পাওয়া যায় এবং তা সবচেয়ে কম সময়ে।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news