পুত্র সন্তানের ছবি প্রকাশ করলেন পরীমনি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১১ আগস্ট, ২০২২, ২ years আগে

পুত্র সন্তানের ছবি প্রকাশ করলেন পরীমনি

বাবা-মা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তাদের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।(১০ আগষ্ট) বুধবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পরী ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) চিত্রনায়িকা পরিমণি তার ভেরিফাইড ফেসবুক পেইজে তার ছেলের ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে পরম যত্নে বুকে আগলে রেখেছেন পরী। ছেলের ছবি শেয়ার করে পরী লিখেছে, শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। সেই সঙ্গে লিখেছেন আমাদের রাজপুত্র।

গত বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তী সময়ে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news