বর্তমান সময়ের তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী আসমা ঝিলিক। যিনি তার অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি এখন পড়াশোনা নিয়ে ব্যাস্ত। চাঁদপুরের মেয়ে আসমা ঝিলিক।
মডেল-অভিনেত্রী আসমা ঝিলিক। ছোট ও বড়পর্দায় নিয়মিত কাজ করছেন বর্তমানে ঝিলিক চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শেষ করেছেন শাপলা মিডিয়া প্রযোজিত জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘কলিজাতে দাগ লেগেছে,মেহেদী হাসানের, নদীর জলে শাপলা ভাসে ও, আগুনে পোড়া কান্না। নির্মাণাধীন রয়েছে অপূর্ব রানার ‘গিভ এ্যান্ড টেক সিনেমা।
আসমা ঝিলিক বলেন, ছোট থেকেই নাচ শিখতাম, তখন থেকেই মিডিয়াতে। ভবিষ্যৎ তে ভালো একজন অভিনেত্রী হতে চাই।
আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।