এবার নতুন ছবিতে অনন্ত জলিল - বর্ষা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩০ আগস্ট, ২০২২, ২ years আগে

এবার নতুন ছবিতে অনন্ত জলিল - বর্ষা

এবার "কিল হিম" নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অনন্ত জলিল- ও বর্ষা ছবিটি পরিচালনা ও প্রযোজনা করবেন প্রযোজক মোহাম্মদ ইকবাল। বড় আয়োজনের একটি মহরতের মধ্যে দিয়ে ছবিটির বিস্তারিত জানানো হবে ৩ সেপ্টেম্বর। এ ছবিতে আরও থাকছেন কলকাতার অভিনেতা রাহুল ও বাংলাদেশের মিশা সওদাগর।

জানা গেছে, বড় আয়োজনের একটি ছবি হতে যাচ্ছে ‘কিল হিম’। অনন্ত, বর্ষা, মিশা সওদাগর, রাহুল ছাড়াও অনেক চমক থাকছে। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্র থেকেও।

আরোও জানা গেছে, এ ছবির টানা শুটিং করবেন অনন্ত-বর্ষা। পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে ‘কিল হিম’। আগামী রোজার ঈদে ম্মুক্তি পাবে।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news