বর্তমানে ভয়াবহ বন্যায় কবলিত পাকিস্তান মানুষের মৃত্যু, ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমে বাড়ছে। লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি হয়ে গেছে। পাকিস্তানের এমন দুর্দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছে। পাকিস্তানের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অনিল কাপুর। নিজের উদ্যোগে সাহায্য পাঠালেন বলিউড এই অভিনেতা।
জানা গেছে, অনিল কাপুর নাকি ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন। পাকিস্তানের বন্যা পরিস্থিতি বা সেখানে সাহায্য পাঠানো নিয়ে কোনো টুইট বা আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি অনিলের তরফে। কিন্তু ‘সত্য হি সনাতন’ নামে এক টুইটার ব্যবহারকারী এমন দাবি তুলে লিখেছেন, পাকিস্তানে বন্যার জন্য অনিল কাপুর ৫ কোটি টাকা দান করেছেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ