চলে গেলেন 'তসলিমা নাসরিন' জানালেন ফেসবুক নিজেই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৮ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

চলে গেলেন 'তসলিমা নাসরিন' জানালেন ফেসবুক নিজেই
তসলিমা নাসরিনের ফেসবুক প্রোফাইল

ফেসবুক কর্তৃপক্ষ জানালেন বেঁচে নেই আর 'তসলিমা নাসরিন'। কিছুদিন আগেও পরিমনির সন্তান হওয়ার ব্যাপারে দীর্ঘ মন্তব্য করেন তিনি, বর্তমান অনলাইন পেক্ষাপটে তিনি অনেক বেশি পপুলারিটি অর্জন করেছেন। পেশায় তসলিমা নাসরিন একজন বাংলাদেশের বিতর্কিত সাহিত্যিক ও চিকিৎসক।

তসলিমা নাসরিনের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ফেসবুক কর্তৃপক্ষ থেকে জানিয়েছে যে "We hope this can be a place for Taslima's friends and family to remember and honor her." যার বাংলা অর্থ হচ্ছে "আমরা আশা করি এটি তসলিমার বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য তাকে স্মরণ করার এবং সম্মান করার জায়গা হতে পারে"।

তাহলে কি এবার সবাইকে ছেড়ে সত্যিই চলে গেলেন 'তসলিমা নাসরিন'? হয়তো সবার মধ্যে এমন একটি প্রশ্ন ঘুরপাক খেতে পারে, তাই বিষয়টি আরো ক্লিয়ার করতে আপনাদের জানাচ্ছি যে ফেসবুক এমনটি তখনই করে থাকে যখন কেউ নিজের ব্যক্তিগত ব্যবহারিক ফেসবুক আইডি থেকে রিপোর্ট করে যে, 'এই লোকটি বেঁচে নেই' তখন ফেসবুক কর্তৃপক্ষ তার ফেসবুক আইডিতে জানিয়ে দেন যে উনি বেঁচে নেই। তবে এটি অন্য কেউ দুশমনি করে রিপোর্ট করা ছাড়াও বিভিন্ন কারণে হতে পারে, এমনকি এটি ফেসবুকের আপডেট জনিত সমস্যা ও হতে পারে।

তবে সত্যিকার অর্থে 'তসলিমা নাসরিন' দিব্যি বেঁচে আছেন। এমনকি তিনি তার প্রোফাইল থেকে সর্বশেষ পোস্ট শেয়ার করেছেন এখন থেকে মাত্র ১৮ ঘণ্টা আগেই, তার শেয়ারকৃত পোস্টটি ছিল ২০১৯ সালের।

তসলিমা নাসরিনের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলের এমন হতাশাজনক অবস্থা দেখে তার অনেক ভক্তগণ চিন্তিত হয়েছেন। তবে এটি কেবল মাত্র ফেসবুকের পক্ষ হতে করা সম্ভব। এবং হয়তোবা এটি ফেসবুক খুব শিগগিরই ঠিক করে দিবেন। কারো ভুল রিপোর্টের কারণে এমনটি হয়ে থাকে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news