ফেসবুকসহ বিভিন্ন ভিডিও প্লাটফর্মে দৈনন্দিন জীবনে নিয়মিত মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছেন আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। শুধু মানুষকে বিনোদন এর মধ্যেই শামিল রাখছেন না এমনকি নিয়মিত ইমোশনাল পোস্ট সহ বিভিন্ন ব্যক্তিগত পোস্ট শেয়ার করেন তার ভক্তদের মাঝে। এই মুহূর্তে তার অফিশিয়াল ফেইসবুক পেইজে অনুসারী সংখ্যা ৩০ লাখের উপরে।
এইতো মাত্র একদিন আগে একটা গুঞ্জন শোনা গেল যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে এ বিষয়ে যেন ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে মন্তব্য করছে। এছাড়াও প্রতিনিয়ত সপ্তাহে প্রায় ২-৩ টি ইউনিক এবং ব্যতিক্রমী গান উপহার দিচ্ছেন তার ভক্তদের মাঝে। প্রতিনিয়ত তিনি তার ছোট বড় সকল বক্তাদের কথা রাখতে গান তৈরি করেন। তারপর একটা গান যেন ঘন্টা পার না হতেই ভাইরাল হয়ে যায়।
অনুরূপভাবে হিরো আলমের আরও একটি নতুন গান প্রকাশ পেল, গানটির নাম দেয়া হয়েছে 'বউ চাই, বউ চাই, এই শীতে বউ চাই'। এমন একটি গান যেন বর্তমানে ফেসবুকে তোলপাড় করে ফেলছে, হিরো আলমের নতুন এই গানে বেশিরভাগ তরুণ-তরুণীরাই মন্তব্য করে যাচ্ছেন নিজেদের মতো করে। কেউ কেউ আবার ব্যক্তিগতভাবে মতামত করছেন গানটি আমি নিজের প্রোফাইলে শেয়ার করে বাবা বা মায়ের নিকট পৌঁছাতে চাই। এমন মন্তব্যে চেন গানটির কমেন্ট বক্স উৎপল হয়ে যাচ্ছে।
হিরো আলম গানটির উদ্দেশ্যে বলেন, সুপ্রিয় দর্শক আমি এই শীতের মধ্যে অনেক সময় ডায়লগ কিংবা কোন প্রোগ্রামে গেলেও সেখানে বলে থাকে যে আমাদের এই শীতের মধ্যে দুটো জিনিস খুবই প্রয়োজন! ১- শীত ঠেকাতে দরকার লেপ কম্বল খেতা বালিশ, ২- বউ। যে ছেলেদের বউ নেই আর যে মেয়ের জামাই নেই তাদের উদ্দেশ্যে আমি একটা গান তৈরি করেছি। কেননা তোমরা তরুণ তরুণীর বাবা মায়ের নিকট বলতে পারো না যে আমার জামাই কিংবা বউ প্রয়োজন তাই তোমাদের হয়ে আমি জানিয়ে দিলাম তোমাদের বাবা মাকে।
সবশেষে হিরো আলম তার অফিশিয়াল ফেইসবুক পেইজে গানটি নিয়ে লাইভে কথা বলেন এবং লাইভ শেষের দিকে তিনি তার সকল ভক্তদের কে স্পেশাল ধন্যবাদ জানিয়ে লাইভটি শেষ করেন।
এই শীতে বউ চাই বউ চাই এই গানে ইতিমধ্যে লক্ষাধিক এর বেশি এসেছে। ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম কাপাচ্ছে এখন হিরো আলমের নতুন গান।