অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে উর্মিলা শ্রাবন্তী কর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২০ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে উর্মিলা শ্রাবন্তী কর
উর্মিলা শ্রাবন্তী কর

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখলেও প্রতিভার গুণে মডেলিং-অভিনয়ে সমান ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন উর্মিলা শ্রাবন্তী কর। ২০০৯ সালে অনুষ্ঠিত লাক্স চ্যানেল আই সুপার স্টার- এ অংশগ্রহণ করে টপ সিক্সে আসেন।

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে আইন ও কল্যান বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সময়ের ব্যস্ততম তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। নির্বাচনে তিনি জয়লাভ করবেন এমনই আত্মবিশ্বাস তার। উর্মিলা শ্রাবন্তী কর নির্বাচনে সবার কাছে দোয়া চেয়েছেন । পাশাপাশি অন্য যারা নির্বাচন করছেন তাদের জন্যও শুভ কামনা জানিয়েছেন তিনি।

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিনয় শিল্পী সংঘর নির্বাচন। নির্বাচন নিয়ে উর্মিলা শ্রাবন্তী কর বলেন, আমি আপনাদের আদর ও স্নেহের উর্মিলা। যেমন আমার বাবা মা ভাই বোন শাসন ও ভালোবাসায় আমার পরিবারে ছোট থেকে বড় করেছে। তেমনি আপনাদের শাসন ও ভালোবাসায় অভিনয় শিল্পী সংঘ পরিবারে দায়িত্বশীল হয়েছি। তাই আমি আমার পরিবারের দায়িত্ব নিতে চাই আইন ও কল্যান বিষয়ক সম্পাদক পদে। আমার বিশ্বাস আমি জয়লাভ করতে পারব। আর নির্বাচনে জিতলে অবশ্যই সাধারণ শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করব।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news