হিরো আলম যে কোনো ছোটখাটো সুপারস্টার না এটা অবশ্য সে বুঝতে পারল শিল্পী সমিতির সদস্যগণ। তারা বুঝতে পারল তাদের থেকেও হিরো আলম জনপ্রিয়তার দিক থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন। ২১ জানুয়ারি রোজ শুক্রবার হিরো আলম এফডিসিতে যাওয়ার পরে মানুষ তার যে পপুলারিটি লক্ষ্য করলো তা আসলেই পূর্বে তাদের জানা ছিল না।
এফডিসিতে দীর্ঘদিন পরে যাওয়ার ফলে অনেক বড় একটা ভিড় জমে গেছে, সেলফি সহ মানুষ বিভিন্নভাবে তাকে ঘিরে রেখেছে তাকে দেখার জন্য মানুষ যেন অনাকাঙ্ক্ষিত ভাবে হইচই করে ফেলেছে। হিরো আলম 'কাঞ্চন-নিপুন' প্যানেলকে সাপোর্ট করছেন। আশরাফুল হোসেন আলম (হিরো আলম) ইতিমধ্যে তিনটি বাংলা ছবি সম্পূর্ণ করেছেন সে বিষয়ে তারা অবগত ছিলেন এবং সে বিষয়টি তারা বলেছেন।
হিরো আলমের দাবি তাকে শিল্পী সমিতির সদস্য পদ দেয়া হোক। হিরো আলম জানান, দীর্ঘদিন পর এফডিসিতে আসার পরে নিজের কাছে খুবই ভালো লাগতেছে সবাইকে একসাথে দেখতে পেরে আমার মিলন মালার মতো আনন্দ লাগতেছে। তিনি জানান, কাঞ্চন-নিপুন প্যানেলের পাশে এজন্য আছে কারণ তারা সবাই শিল্পীদের পাশে থাকে এমনকি তারা ভাল মানুষ কে সাপোর্ট করে এবং ভালো মানুষের পাশে থাকে এজন্যই তাদের পাশে আমি এবং তাদের প্যানেলকে আমি সাপোর্ট করি।
কাঞ্চন-নিপুন প্যানেল যদি জয়ী হতে পারে তাহলে মাধুরী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এফডিসিতে আসার জন্য আহবান করবেন এই বিষয়টাকে হিরো আলম অবশ্যই কার্যকারী মনে করেন বলে জানান তিনি। আমি এই আশা ব্যক্ত রাখি যে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এফডিসিতে আসবেন এবং আমাদেরকে দেখবেন।
এছাড়াও হিরো আলম জানান, বিভিন্ন জায়গায় কনসার্ট এবং মেলার মাধ্যমে আমি আনন্দিত হই এবং আমি আনন্দ উপভোগ করি। সকল শিল্পীদের এটা করণীয় বলে আমি মনে করি।
এসময় এফডিসিতে 'ডিএ তাইয়েব বলেন, হিরো আলম অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, তার প্রচুর পরিচিতি আছে এবং ইতিমধ্যে তিনি তিনটি মুভি করেছেন। যেহেতু তিনি ৩ টি মুভি করেছেন সেহেতু তাকে শিল্পী সমিতির সদস্য পদ দেয়া যায়। এছাড়া এফডিসিতে অনেক মানুষ আছেন যারা শিল্পী না কিন্তু সেখান থেকেও হিরো আলম যাচ্ছেন আমাদের প্যানেল টা বিজয়ী হোক, এটা কেবলমাত্র ভালোবাসার টানে তাই তাকে শিল্পী পদ দেয়া হোক।
এছাড়াও হিরো আলমকে শিল্পী সমিতিতে সদস্য পদ দেয়ার জন্য আক্ষেপ কন্ঠে মালেক আফসারী বিভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন, 'এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনকে টেনে নিবো সেই দিনের কাছে' শিল্পী সমিতির নির্বাচনের পরে আপনারা অনেক অনিয়মের কথা জানতে পারবেন। অতঃপর এফডিসির অধিকাংশ মানুষ হিরো আলমকে সদস্য পদ দেয়ার দাবি জানাচ্ছেন।