পরিত্যক্ত অবস্থায় নবজাতকের দেহ – Patrika71


MD Polash Hossin প্রকাশের সময় : ১৯/১০/২০২২, ৭:৫৯ অপরাহ্ণ / ১৫৪
পরিত্যক্ত অবস্থায় নবজাতকের দেহ – Patrika71

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুর্নিঘাট এলাকায় জাহিদুল হাজির ভাটার উত্তর সাইডে করতোয়া নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা নবজাতকের লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসী ওই নবজাতকের লাশ দেখেতে পায়।



স্থানীয় যুবক আব্দুল মোমেন জানান, সকালবেলা ব্রাশ করতে করতে করতোয়া নদীর ধারে এসে রক্তমাখা একটি ব্যাগ দেখতে পায়। পরে এলাকাবাসী কে বিষয়টি জানালে তারা এসে ওই ব্যাগের ভিতর থেকে প্রায় ৭ মাসের একটি মৃত নবজাতককে দেখতে পায়। এ খবর জানাজানি হলে এলাকাবাসী দেখতে ভিড় জমায়।



সকাল থেকে নদীর ধারে ওই পরিত্যক্ত অবস্থায় রয়েছে নবজাতকের লাশটি। সন্ধা ৭টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, পরিত্যক্ত অবস্থায় সাত মাসের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

পত্রিকা একাত্তর /মাসুম বিল্লাহ