জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে ১২–১৭ বছর বয়সী বালক-বালিকাদের ফাইজারের বিশেষ টিকা ক্যাম্পের আয়োজন করেছে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (১৭ই মার্চ) দিনব্যাপী ডোমার উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এবং জানো প্রকল্প ও ইএসডিও এবং ল্যাম্ব এর সহযোগিতায় অনুষ্ঠিত বিশেষ টিকা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়, মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান সিদ্দিকী, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান সহ স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ, জানো প্রকল্প ও ইএসডিও এবং ল্যাম্বে স্বেচ্ছাসেবকবৃন্দ।
এবিষয়ে ডোমার উপজেলা ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. রায়হান বারী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফাইজারের ২য় ডোজের টিকা ১২–১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়েছে। এজন্য বিশেষ টিকা ক্যাম্পের আয়োজন করা হয়। আজ অনেকেই টিকা গ্রহণ করেন। আমরা উপজেলার শতভাগ মানুষকে করোনার টিকার আওতায় আনতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।
পত্রিকা একাত্তর/রিশাদ