উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন কো-পাইলট অঞ্জু


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৬/০১/২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ / ১০
উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন কো-পাইলট অঞ্জু

নেপালের পোখারা বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬৮ জন প্রাণ হারিয়েছেন। উড়োজাহাজটির যে দুই পাইলট মারা গেছেন তাদের একজন অঞ্জু খাটিবাডা। বিমানটির কো-পাইলট ছিলেন অঞ্জু। এই ফ্লাইটটি শেষ করলেই তিনি পাইলট পদে উন্নীত হতেন।

গতকাল নেপালে বিমান বিধ্বস্ত হয়ে বহু যাত্রীর সঙ্গে প্রাণ হারালেন তিনিও। সবচেয়ে বড় কথা কিছু সেকেন্ডের ব্যবধানে স্বপ্নপূরণ হত তাঁর। বিমানটি বিমান বন্দরে নামলেই কো-পাইলট থেকে পাইলটের যোগ্যতা অর্জন করতেন তিনি। কিন্তু তার আগেই ঘঠে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ১৬ বছর আগে এক বিমান দুর্ঘটনাই কেড়ে নিয়েছিল স্বামীকে।

ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ বিমানটিতে বিমান কর্মী ও যাত্রী মিলিয়ে ৭২ জনই। রবিবার যাত্রীবাহী বিমানটি পুরোনো পোখরা বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সেতি নদীর অববাহিকায় পাহাড় ঘেরা বনভূমির মধ্যে ভেঙে পড়ে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ