‘গাজা নিয়ে আর কোনো যুদ্ধবিরতির আলোচনা নয়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

৬ মে, ২০২৫, ৩ ঘন্টা আগে

‘গাজা নিয়ে আর কোনো যুদ্ধবিরতির আলোচনা নয়’

গাজার যুদ্ধবিরতি আলোচনা থেকে হামাসের বিরতি, ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

গাজার যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আর কোনো আলোচনায় আগ্রহী নয়।

মঙ্গলবার (০৬ মে) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের শীর্ষস্থানীয় নেতা বাসেম নাইম বলেন, চলমান ক্ষুধা, পিপাসা ও গণহত্যায় আক্রান্ত গাজা উপত্যকায় এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির আলোচনায় বসা বা নতুন কোনো প্রস্তাব বিবেচনা করা অর্থহীন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের সরকারের বিরুদ্ধে চাপ প্রয়োগের আহ্বান জানান, যাতে তারা মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধ বন্ধ করে।

এদিকে, হামাসের এই বক্তব্য এমন সময় এসেছে যখন ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা গাজার অধিকাংশ বাসিন্দাকে জোরপূর্বক সরিয়ে দিয়ে আরও বিস্তৃত সামরিক অভিযান চালাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, গাজার জনগণকে তাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হবে এবং হামাসকে পরাজিত করার জন্য নতুন তীব্র অভিযান শুরু করা হবে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৫২,০০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে, এবং প্রায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news