ডোমারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ৯টি মামলায় ১১ জনকে অর্থদণ্ড দিয়ে জরিমানা আদায় এবং জনসাধারণের মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ বাজারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ৫(ছ) ধারায় আইন অমান্য করে দোকানে বিজ্ঞাপন প্রচারণা করায় ২ দোকান মালিককে পাঁচশত করে এক হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় একজন দোকান মালিক ও একজন হোটেল মালিককে পাঁচশত করে এক হাজার টাকা, মুখে মাস্ক না পড়ায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-১৮৬০ এর দণ্ডবিধি-২৬৯ ধারায় ৬ ব্যক্তিকে ৪ মামলায় এক হাজার দুই শত টাকা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৬৬ ধারায় এক মোটরসাইকেল আরোহীকে পাঁচশত টাকা সহ মোট ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটিং অফিসার হিসাবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল আমিন রহমান, ডোমার থানার এএসআই নবীন মিয়া, কনস্টেবল মোখলেসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী ও পেশকার মো. মশকুরুল হক প্রকুখ।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news