নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে এক মাদকসেবীকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩রা ফেব্রুয়ারী) দুপুর ২টায় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ডোমার পৌরসভার ছোটরাউতা (সাহাপাড়া) এলাকার নিতাই সাহার পুত্র বিপ্লব সাহা ওরফে টুনিয়া বিপ্লবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে প্রশাসন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পত্রিকা একাত্তর/ রিশাদ