নীলফামারীর ডোমারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ০.৫ গ্রাম হিরোইন সহ একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৯ই মার্চ) দুপুরে ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম বোড়াগাড়ি কলেজপাড়া এলাকায় নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে বিশেষ অভিযানে কলেজপাড়া এলাকার মো. আতাউর রহমানের পুত্র মো. জহুরুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করা হয়।
পরে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডোমার উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন অভিযুক্ত মো. জহুরুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান জুয়েল ডিএনসির অভিযানকালে মাদক সহ জহুরুলের আটক ও ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন।
পত্রিকা একাত্তর/রিশাদ