প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২২, ২ years আগে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

"মৃত ভেবে মুখে বিষ ঢেলে আত্মহত্যা সাজানোর চেষ্টা চকরিয়ায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ডেকে নিয়ে অমানবিক প্রহার" শিরোনামে গত ২৫ এপ্রিল ২০২২ তারিখে 'আপন বাংলা ডটকম' নামে একটি অনলাইন নিউজে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানিয়েছেন মোঃ মফিজ উদ্দিন ও তার পরিবার।

প্রকাশিত সংবাদদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আপন বাংলা ডটকম একটি অনলাইন নিউজে সংবাদটি প্রকাশিত হলে, আমার দৃষ্টিগোচর হয়। তিনি বলেন, প্রকাশিত ঐ সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। একটি কুচক্রী মহল আমি এবং আমার পরিবারকে সমাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে উক্ত মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া, বানোয়াট সংবাদ প্রকাশ ও প্রচার করিয়েছে।

আমি প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।মফিজ উদ্দিন পিতা মোঃ কালু বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে, কয়েকমাস আগে ডুলাহাজারা ইউনিয়নে উলুবনিয়া গ্রামের মোহাম্মদ আব্দু শুক্কুর এর মেয়ে আসমাউল হুসনা মুন্নী (১৮) নামে মেয়েটি কে আমার ছেলে মোঃ মফিজ উদ্দিন এর জন্য দেখতে যায়।

উক্ত মেয়েটি পছন্দ না হলে,আমরা অন্য জায়গায় আমার ছেলের জন্য মেয়ে দেখি। কিন্তু তাদের পরিবার বার বার আমার ছেলের সাথে যোগাযোগ করতে চাই। গত এক সপ্তাহ আগে, আমার ছেলের জন্য মেয়ে ঠিক করলে, কিছু কুচক্রী মহল মেয়েটি কে দিয়ে মিথ্যা, বানোয়াট, ভিক্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত একটি ঘটনা করে,আমার পরিবার ও আমার ছেলেকে মানহানি করার অপপ্রচেষ্টা চালাচ্ছে।

তাছাড়া গত ২৫ এপ্রিল ২০২২ইংরেজি, সোমবার, আমি আমার ছেলের শশুর বাড়িতে ও আমার ছেলে মফিজ উদ্দিন তার বোনের শশুর বাড়িতে ইফতারি দিতে গিয়েছিলাম।

স্হানীয়রা জানায়,আসমাউল হুসনা মুন্নী নামে মেয়েটি একটি টমটম গাড়ি করে বিকাল সাড়ে ৫টার দিকে চা-বাগান (মসজিদের সামনে) দোকানের সামনে নামে। মেয়েটি চিৎকার করে বলে, আমাকে মফিজ বিয়ে না করলে আমি বিষ খেয়ে এখানে মরে যাবো।পরে তিনি একটি বিষের বোতল বাহির করে মুখে দিতে চাইলে, স্হানীয়রা মেম্বার ও চৌকিদার কে খবর দেয়। পরে চৌকিদার ও স্হানীয়রা মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়।

আর ঘটনাটি ঘটে ইফতারে আগে অর্থাৎ সন্ধ্যা ৬টার দিকে। আর সেটি কে সন্ধ্যা ৭ টা উল্লেখ করে, আামর চার ছেলে ও চার মেয়ে মিলে তাকে নির্যাতন করার কৎা বলে, আসলে প্রকৃত ঘটনা হলো, আমার চার ছেলে তাদের বিভিন্ন কাজে ছিল। এছাড়া আমার চার মেয়ে তাদের শশুর বাড়িতে। সুতরাং একটি কুচক্রী মহল মেয়েটিকে দিয়ে তাল কে তিল বানায়োর চেষ্টা করতেছে।

একটি অনুমোদনহীন "আপন বাংলা ডটকম " নামে অনলাইন নিউজে সংবাদটি প্রকাশ করে। যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার পরিবার ও ছেলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পত্রিকা একাত্তর /মোঃ কালু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news