ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব শাহীন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ মে, ২০২২, ২ years আগে

ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব শাহীন গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শাহীন আলম শান্তকে (৪০) সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।

শুক্রবার (২০শে মে) রাত ১১টায় উপজেলার সদরের মেসার্স আমিনা ফিলিং স্টেশন এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে গ্রেপ্তারকৃত শাহীন আলম শান্তকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শাহিন উপজেলার ডোমার সদর ইউনিয়নের গুদি শমছের আলীর ছেলে।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাস বিরোধী আইনের ডোমার থানার জিআর ১৬৫/১৮ মামলায় আসামী শাহীন আলম শান্ত’র বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। শুক্রবার রাতে শহরের আমিনা ফিলিং স্টেশন হতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করে আজ (শনিবার) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news