ভোক্তা অধিদপ্তরের অভিযানে কারখানা মালিকের জরিমানা

রাজশাহী জেলা প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২২, ২ years আগে

ভোক্তা অধিদপ্তরের অভিযানে কারখানা মালিকের জরিমানা

রাজশাহীর বাঘায় মান যাচাইয়ে গুড় কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় গুড় তৈরিতে নানা অনিয়মের দায়ে "সেকেন্দার আলী "কে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার আড়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় ভোক্তা অধিদফতরের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করেন। সেকেন্দার আলী খুদ্দ বাউসা গ্রামের মৃত নয়ন মন্ডলের ছেলে। প্রতিষ্ঠানটির বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, রাজশাহী র‍্যাব-৫ এর সহায়তায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৪টার দিকে সেকেন্দার আলীর নিজ বাড়িতে অবস্থিত কারখানায় অভিযান চালানো হয়।

সরেজমিনে আখের রসের পরিবর্তে পাঁচটি রাসায়নিক উপাদান ব্যবহারের প্রমাণ মেলে। তারা চিনি, চুন, ফিটকিরি, ডালডা ও রং দিয়ে গুড় তৈরি করে আখের গুড় বলে বিক্রি করছলেন এ ভেজাল গুড় ব্যাবসায়ী। তিনি আরও বলেন, গুড় তৈরির কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ ছিল। এছাড়াও ২০২৩ সালের জুলাই পর্যন্ত সরকারি চিনিকল ছাড়া গুড় উৎপাদনের নিষেধাজ্ঞা রয়েছে। এ সব অপরাধে ওই কারখানার মালি।

পত্রিকা একাত্তর /রবিউল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news