বর্তমানে বাংলাদেশের কাঁচা বাজারগুলোতে লাগামহীনভাবে বেড়েই চলেছে দিন দিন নিত্যপন্যের দাম। তেল, পেঁয়াজ থেকে শুরু করে সবজি, মুরগি সবকিছুর দামই এখন ঊর্ধ্বমুখী। গত এক মাস ধরেই দফায় দফায় লাফিয়ে বাড়ছে নিত্যপন্যের দাম। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ভোজ্য তেল সোয়াবিন। তেলের দাম দিনের পর দিন চড়া হয়ে উঠছে স্থানীয় বাজারগুলোতে।
অপরদিকে, ৪০ টাকার কেজির নিচে কোন ধরনের সবজিই নেই বাজারে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সর্বশেষ প্রতিবেদনে জানানো হয় চাল-সরু (নাজির/মিনিকেট), আটা সাদা (খোলা), ময়দা (খোলা), সয়াবিন তেল (লুজ), সয়াবিন তেল (বোতল), সয়াবিন তেল (বোতল), পাম অয়েল (লুজ), সয়াবিন তেল (বোতল), ডাল (দেশী), এ্যাংকর ডাল, পেঁয়াজ (দেশী), রসুন (দেশী), রসুন (আমদানী) মানভেদে, আদা (দেশি), আদা (আমদানী), জিরা, এলাচ, গরু, খাসী, ফ্রেশ, মার্কস, চিনি, ডিম (ফার্ম), শসা এর মূল্য বৃদ্ধি পাওয়ার তথ্য।
এদিকে চাল মাঝারী(পাইজাম / লতা), চাল মোটা (স্বর্ণা/চায়না/ইরি), আটা (প্যাকেট), ময়দা (প্যাকেট), পাম অয়েল সুপার, ডাল-মাঝারী দানা (তুরস্ক/কানাডা), মুগ ডাল (মানভেদে), ছোলা (মানভেদে), শুকনা মরিচ(দেশী), শুকনা মরিচ (আমদানী), হলুদ (দেশী), হলুদ (আমদানী), লবঙ্গ, ধনে, তেজপাতা, রুই, মুরগী (ব্রয়লার), মুরগী (দেশী), ডানো, ডিপ্লোমা (নিউজিল্যান্ড), লবণ (প্যাঃ) আয়োডিনযুক্ত, লেখার কাগজ (সাদা), এম,এস রড (৬০ গ্রেড), এম,এস রড (৪০ গ্রেড), কাঁচা মরিচ, লম্বা বেগুন এর মূল্য হ্রাস পেয়েছে।
এছাড়াও অন্যান্য পণ্যের মূল্য অপরিবর্তীত রয়েছে বলে জানায় টিসিবি। দ্রব্যমুল্যের উর্ধগতির এমন অবস্থায় বিপাকে পড়েছে স্বল্প আয়ের খেটে খাওয়া সাধারন মানুষ। তারা বাজারের তালিকা বারবার কাটছাঁট করেও সংসার চালাতে হিমশিম খেয়ে চলেছেন।বাগেরহাটের মোরেলগঞ্জের কাঁচা বাজার গুলোয় খোঁজ নিয়ে বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ার তথ্য পাওয়া যায়।
গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্য তেল সোয়াবিন, পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি তেল এখন খুচরা বিক্রি হচ্ছে ১৯০ টাকা করে পেঁয়াজের মানভেদে ৩৫থেকে কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।বর্তামানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।এ প্রসঙ্গে মোরেলগঞ্জ বাজারের সাধারন ক্রেতারা জানান, হঠাৎ করেই এভাবে এক লাফে দ্রব্যমুল্যের দাম বাড়ায় বিপাকে রয়েছেন তারা সংসার চালাতে হিমসিম খাচ্ছেন অনেকেই । এদিকে হঠাৎ করেই তেলের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে ভোজ্য তেল সোয়াবিন। অপরদিকে কমছেই না নিত্যপন্যের বাজার দর। বাণিজ্য মন্ত্রণালয় দর বেঁধে দিলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা নিত্যদ্রাব্যাদির বাজার।
পত্রিকা একাত্তর/ মোঃ নাজমুললাগামহীনভাবে বেড়ে যাওয়া দ্রব্যমুল্যের লাগাম টেনে ধরবেন কে? এমনটাই প্রশ্ন উঠেছে জনমুখে। প্রতিটি মানুষ চায় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা মিলে অতি দ্রুত কার্যকারী পদক্ষেপ নিবেন এবং নিত্যপন্যের দাম সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সকলের।