ডোমারে শহীদ দিবসে আ’লীগের পুষ্পমাল্য অর্পণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

ডোমারে শহীদ দিবসে আ’লীগের পুষ্পমাল্য অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস–২০২২ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ডোমার উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

সোমবার (২১শে ফেব্রুয়ারী) প্রথম প্রহরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল’র নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বোড়াগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনছুর আলী, সহ-সভাপতি মো. মঞ্জুরুল হক চৌধুরী মঞ্জু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুল হক রবি, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক মাসুম, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমিন আক্তার জাহান প্রমুখ।

ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল বলেন, ১৯৪৮ থেকে ১৯৫২ দীর্ঘ সময় ধরে পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ রাষ্ট্রভাষা বাংলার দাবীতে আন্দোলন করেছিলেন। পশ্চিমা শাসক গোষ্ঠী পাকিস্তানের সিংহভাগ মানুষের বাংলা ভাষাকে দূরে রেখে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে এ আন্দোলন সংঘটিত হয়। বাংলার ছাত্র-জনতা মায়ের ভাষা বাংলার জন্য রাজপথ রক্তে রঞ্জিত করে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। একুশে ফেব্রুয়ারীতে ভাষা আন্দোলনের শহীদদের ডোমার উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news