ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আবু শাহীন নামে এক আ'লীগ নেতার বাড়িতে পরিবারেরর লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার ডাকাতি করে নেওয়ার ঘটনা ঘটেছে।
ডাকাতির ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ওসি জাহিদ ইকবাল সহ থানা পুলিশের একটি দল।
আবু শাহীন রাণীশংকৈল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আ'লীগের সহ-সভাপতি।
গত (২৬ ডিসেম্বর) রবিবার রাত পৌনে আটটার সময় উপজেলার নেকমরদ টাওয়ারপাড়া গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটেছে।
স্হানীয়রা জানান রবিবার সন্ধ্যার পর বাড়িতে থাকা আ'লীগ নেতার স্ত্রী দুই মেয়ে একটি ছোটশিশু ও কাজের বুয়াকে দেশীয় অস্ত্রে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতরা। তখন বাসায় লোকজন চিৎকার দিলে বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে থাকতে।
আ'লীগ আবু শাহীন বলেন, ডাকাতির সময় আমি বাসার বাইরে ছিলাম। ফোন পেয়ে বাসায় এসে দেখি নগদ একলক্ষ ৮৬ হাজার টাকা ও সাড়ে সাত ভরি স্বর্ণলঙ্কারসহ মোট ৬ লক্ষ ৯০ হাজার টাকার জিনিস পরিবারকে জিম্মি করে ডাকাতি করা হয়েছে। তিনি জানান চার দুর্বৃত্ত তাদের ঘরে ঢুকে তার স্ত্রীর মুখে চেতনানাশক স্প্রে করলে তিন অজ্ঞান হন। বাড়ির অন্যান্য সদস্যের গলায় ছুড়ি মুখ চোখ বেঁধে ফেলে। চিৎকার করলে বড় ক্ষতির ভয় দেখায় তারা। একবছর আগেও এই বাড়িতে আরেকবার ডাকাতির ঘটনা ঘটে বলে তিনি জানান।
এব্যাপারে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএস জাহিদ ইকবাল বলেন,তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়জনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।