জমি থেকে মাটি পরিবহন করাকে কেন্দ্র করে নিহত ১, আহত ২০জন

সরিষাবাড়ি প্রতিনিধি

সরিষাবাড়ি প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২১, ৩ years আগে

জমি থেকে মাটি পরিবহন করাকে কেন্দ্র করে নিহত ১, আহত ২০জন

জামালপুরের সরিষাবাড়ীতে জমি থেকে মাটি পরিবহন করাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামের মাটি ব‌্যাবসায়ী সাদ্দাম হোসেন ও কালু মিয়া মাটি কেটে কাকডা গাড়ি দিয়ে প্রসাদপুর এলাকার আবুল হোসেনের জমির উপর দিয়ে নেয়। এতে আবুল হোসেনের জমির ক্ষতি হওয়ায় মাটি নিতে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দু-পক্ষের সংর্ঘষ বাধে। এসময় আবুল হোসেনের ভাতিজা কৃষক আসাদুজ্জামান প্রতিবাদ করলে সাদ্দামের লোকজনের লাঠিশোঠার আঘাতে উভয় পক্ষের ২০ জন আহত হয়।

আহতদের সরিষাবাড়ী হাসপাতালে আনা হলে কর্তব‍্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য গুরুতর আহত আসাদুজ্জামান(৫৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পথিমধ‍্যে কৃষক আসাদুজ্জামান মারা যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে মজনু মিয়া(৬৩), আমীর হোসেন(৬৫), জালাল উদ্দিন(৬৮), রিপন মিয়া(৩৬) ও পুলিশের পাহারায় চিকিৎসারত নজরুল ইসলামকে আটক করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। অন‍্য আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ব‌্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাটি পরিবহন নিয়ে সংঘর্ষের ঘটনায় এক জন নিহত হওয়ায় ঘটনার সাথে জডিত ৫ জনকে আটক করা হয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news