দিনাজপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

১১ এপ্রিল, ২০২২, ২ years আগে

দিনাজপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

দিনাজপুর জেলা পুলিশ আয়োজিত ১১ এপ্রিল সোমবার দুপুরে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২২এর চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকল উত্তীর্ণদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা পুলিশ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন সার্ভিস ট্রেনিং সেন্টার দিনাজপুরের কমান্ডান্ট (পুলিশ সুপার) মোঃ শাহজাহান পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রেজওয়ানুল ইসলাম। নিয়োগপ্রাপ্তদের মধ্যে তাদের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সুবাহ সাদিকা নিহা, লক্ষী রানী রায়, প্রদীপ মাইডি। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন গীতা রানী রায়, মোঃ আব্দুল মতিন। চূড়ান্ত ফলাফলে ১৯৩ জনের মধ্যে সাধারণ পুরুষ কোটায়-৫৩ জন, মুক্তিযোদ্ধা পুরুষ কোটায় ৭ জন, পুলিশ পোষ্য পুরুষ কোটায় ৭ জন, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পুরুষ কোটায় ৩ জন, এতিম পুরুষ কোটায় ১ জন সহ মোট ৭১ জন পুরুষ এবং সাধারন নারী কোটায় ১০ জন, মুক্তিযোদ্ধা নারী কোটায় ১ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী কোটায় ১ জনসহ মোট ১২ জন নারী। সর্বমোট ৮৩ জন সফলভাবে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ দিনাজপুর জেলা পুলিশ সবসময় সচেষ্ট লিন যাতে কোন ধরনের অননিয়ম তদবীর বানিজ্য টাকা পয়সার লেনদেন বা কোন দালাল বাটপারদের দৌড়াত্ব না থাকে।

সম্পুর্ন নিজ যোগ্যতা, দক্ষতা, মেধায় ও সচ্ছতার সাথে বেস্ট অব দ্যা বেস্ট আবেদনকারী বের হয়ে আসতে পারে সে বিষয়ে সবসময় আন্তরিক ও সচেষ্ট ছিল জেলা পুলিশ দিনাজপুর।

পত্রিকা একাত্তর/মোঃ আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news