ডোমারে ইউপির বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৭ এপ্রিল, ২০২২, ২ years আগে

ডোমারে ইউপির বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ

নীলফামারীর ডোমার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সরকার কর্তৃক বিভিন্ন বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ করেছেন সংরক্ষিত তিনজন মহিলা সদস্য।

রবিবার (১৭ই এপ্রিল) দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ৮নং সদর ইউনিয়ন পরিষদের ১/২/৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. সাফিন, ৪/৫/৬ নং ওয়ার্ডের বিউটি রাণী রায় ও ৭/৮/৯ নং ওয়ার্ডের নিলুফা ইয়াসমিন।

অভিযোগ সুত্রে জানা যায়, চলমান টিসিবি কার্ড ও আসন্ন ঈদ উপলক্ষ্যে ডোমার সদর ইউনিয়নে যে পরিমাণ ভিজিএফ কার্ড বরাদ্দ এসেছে, তা থেকে পরিষদের মহিলা সদস্যরা প্রাপ্য ন্যায্য কার্ড পাচ্ছেন না। চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা নারী-পুরুষের বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করছেন। পরিষদের ভিতর বৈষম্যতা সৃষ্টি না করে প্রয়োজনীয় সংখ্যক বরাদ্দ বণ্টনের সুরাহা করার আবেদন করা হয়।

উল্লেখ্য, ডোমার সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাসুম আহম্মেদ। এবছরের ১০ই ফেব্রুয়ারী শপথ গ্রহণ করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।

পত্রিকা একাত্তর /আজমির রহমান রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news