পাখিটি ছোট তবে তাদের কাছে সব কাজের গুরুত্ব সমান। স্যালুট দিনাজপুর ফায়ার ফাইটারদের। দিনাজপুর প্রেসক্লাবের জাম গাছে আটকে পড়া একটি শালিক পাখিকে উদ্ধারের মধ্য দিয়ে প্রমান করলো জীবন রক্ষা করাই তাদের ব্রত।
বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের জাম গাছের মগডালে আটকে গেছে একটি শালিক পাখী। ঝুলে থাকা পাখিটির প্রাণ রক্ষার্থে দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যরা দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। খবর পেয়ে উদ্ধারে এগিয়ে আসে ফায়ার সার্ভিস।
উদ্ধারকারী সরঞ্জামাদিসহ গাড়ী নিয়ে পাখিটি উদ্ধারে মাঠে নামে ৮ জন ফায়ার কর্মী। ফায়ার সাভিসের এম নজীর বিহীন কাজ দেখতে ভীড় করেন উৎসুক জনতা। সবার চোখ পাখিটির দিকে। কৌতুহুলী দৃষ্টি নিয়ে সবাই ফায়ার ফাইটারদের উদ্ধার কাজ দেখতে থাকে।
প্রায় আধা ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের লীডার সফিকুল ইসলামের নেতৃত্বে অবশেষে পাখিটি বাচানো সম্ভব হয়। এ ধরনের অভিযান দেখে এলাকার বাসী, পথচারীসহ সকলেই খুশী।
পত্রিকাএকাত্তর /আরমান হোসেন