শিক্ষক হত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

৪ জুলাই, ২০২২, ২ years আগে

শিক্ষক হত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে যৌথভাবে সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালনসহ বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষক সংগঠন।

প্রেস ক্লাবের সামনে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালনসহ সমাবেশ করেছেন তারা। এতে অংশ নেন বাংলাদেশের শিক্ষক সমিতির জেলা কমিটি, মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন, শিক্ষক সমাজ এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সদস্যরা। সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ করেন তারা। শিক্ষকদের মর্যাদা রক্ষায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, শিক্ষক হত্যা নির্যাতন প্রতিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক আতিকুর রহমান নিউ, চাঁদগঞ্জ কলেজের অধ্যক্ষ এস এম শাহজাহান চৌধুরী, জমিয়াতুল মোদার্রেছীনের সদর উপজেলা কমিটির সাধারন সম্পদক অধ্যক্ষ আব্দুর রশিদ, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, চিরিরবন্দরের কারেন্টহাট কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন মজুমদার, বাংলা স্কুলের প্রধান শিক্ষক নেজামুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রহমান, জমিয়াতুল মোদার্রেছীনের জেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মিয়া, কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুদ্দিন এবং স্বারদেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

পত্রিকাএকাত্তর /আরমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news