বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২২, ২ years আগে

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ১১ বর্ষে পদার্পণ উপলক্ষে আমতলীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ জুলাই) বিকাল ৫.০০টায় বিএমএসএফ আমতলী উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর মুঠো ফোনের বার্তায় বলেন, আমরা সাংবাদিকদের ১৪ দফা দাবী নিয়ে সারাদেশে কাজ করছি।

মফস্বল সাংবাদিকদের কল্যাণে দাবী আদায়ে সব সময় যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।

আলোচনা সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আমতলী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ কবির হোসেন'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আমতলী প্রেসক্লাবের সহ- সভাপতি নাসির মাহমুদ, মফস্বল সাংবাদিক ফোরাম এর অন্যতম সদস্য বরিশাল বেতারের খবর পাঠক সোহাগ বিশ্বাস, সাংবাদিক এইচ এম রাসেল, মেহেদী হাসান নীরব প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

পত্রিকাএকাত্তর /মনিরুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news