বাগেরহাট ইয়ুথ হাবের উদ্যোগ আন্তর্জাতিক যুব দিবস

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

১২ আগস্ট, ২০২২, ২ years আগে

বাগেরহাট  ইয়ুথ হাবের উদ্যোগ আন্তর্জাতিক যুব দিবস

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে সব বয়সী মানুষের জন্য ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে এক্টিভিস্তা বাগেরহাটের তরুণ স্বেচ্ছাসেবকরা। শুক্রবার (১২ আগস্ট) বাগেরহাট খানজাহান আলী ডিগ্রী কলেজের মাঠে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। উন্মুক্ত একাধিক ইভেন্টে নানা বয়সী দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল গ্রামীণ খেলা হাড়িভাঙ্গা, দৌড় প্রতিযোগিতা, ফুটবল খেলা, শিশুদের জন্য বিস্কুট দৌড়, মেয়েদের জন্য বালিশ বদল ইত্যাদি। খেলা শেষে বিজয়ীদের হাতে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগীতায় পুরুষ্কার তুলে দেন অতিথিরা।

পুরুষ্কার বিতরণী সভা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মাসুদুল হাসান মালিক, খানহজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখী, সদর যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগর আলী, একশন এইড বাংলাদেশ এর ইন্সপাইরেটর ওবায়েদুল্লাহ আল ইমন, বাঁধনের এফোরটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম প্রমুখ।

আয়োজক কমিটির অন্যতম সদস্য শেখ আবু তালেব বলেন, বিভিন্ন সময়ে জনসচেতনতা ও জ়নস্বার্থ রক্ষার্থে নানারকম কাজ করে থাকি আমরা। এই বছর আন্তর্জাতিক প্রতিপাদ্যের সাথে মিল রেখে প্রজন্ম থেকে প্রজন্মের বিষয়টি মাথায় রেখে এই উদ্যেগ নিয়েছি আমরা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, যুবদের এই ধরনের উদ্যেগ প্রশংসার দাবিদার। টেকসই উন্নয়ন নিশ্চিত করে সমতার বিশ্ব গড়তে প্রজন্ম থেকে প্রজন্মের দূরত্ব ও ভিন্নতা ভুলে গিয়ে সকল বয়সের মানুষ এক সাথে কাজ করতে হবে। এজন্য তারুণ্যের অংশগ্রহণের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে।

পত্রিকাএকাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news